সভাপতির বানী

আমাদের ভাষা শহীদ বিদ্যানিকেতন
চরমিরকামারী নামে অজো পাড়া গাঁয়ে আমার বাবা) লুৎফুর রহমান সাহেব এর জন্ম। (শিক্ষার আলো জ্বালাবার মত কোন বিদ্যালয় ছিল না আবার বিজলী বাতিও ছিল না। সেখান থেকে অদম্য ইচ্ছাশক্তি বলে স্কুল কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রী নিয়ে ফিরে আসেন ঈশ্বরদীতে। কর্মজীবনে প্রবেশ করেন সাঁড়া মাড়োয়ারী স্কুলে প্রধান শিক্ষক পদে। আমার মা ঈশ্বরদী গার্লস স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। অবসর জীবনে বাবা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা থেকে প্রতিমাসে বাড়ী আসতেন। শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় ভাষা শহীদ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। মাকেও দেখেছি স্কুল নিয়ে অনেক ভাবতে । অবসর জীবনে উভয়ের ভাবনাই ছিল বিদ্যালয়ের সমৃদ্ধি। মা অসুস্থ থাকলেও বিদ্যালয় নিয়ে ভাবতে দেখেছি সারাক্ষন। সৎ , সাহসী, দক্ষ মানুষের সন্তান হতে পেরে আমি গর্বিত। তাদের সমস্ত চিন্তা চেতনাই ছিল প্রতিষ্ঠানকে ঘিরে। তারা ছিলেন আদর্শ শিক্ষক, দক্ষ প্রশাসক দেশপ্রেমিক, সর্বোপরি আদর্শ পিতা মাতা। যুগে যুগে তাঁরা অমর হয়ে থাকবে এই প্রতিষ্ঠানের সমৃদ্ধির মাধ্যমে। তার সন্তান হিসেবে এটাই আমার প্রত্যাশা।